সই বড়ই লাগল ধন্দ।
ইন্দু কুমুদ মেহ বিজুরি
চকোর ভ্রমরবন্ধ।।
সই দেখিতে লাগয়ে সাধ।
ভানু তিমির গরুড় সাপিনী
নীলবরণে চাঁদ।।
সই কি আর কহব কথা।
শুক বিম্ব চোরহি রহল
এসব জোরক ধাতা।।
সই দেখত এস মেলি।
নাগর নাগরি রসের সাগরি
করব অনুপ কেলি।।
সই করহি রুচির রাস।
মদন ধনুটি লই পাঁচবাণ
কহই গোবিন্দদাস।।