সই, পীরিতি আঁখর তিন।
জনম অবধি ভাবি নিরবধি
না জানি রাতি কি দিন।।
পীরিতি পীরিতি সব জন কহে
পীরিতি কেমন রীত।
রসের পীরিতি বরসের স্বরূপ
কে না করে পরতীত।।
সই, কি আর কুল-বিচারে।
শ্যাম বঁধু বিনে তিলেক না জীব
কি মোর সোদর পরে।।
পীরিতি মন্তর জপি নিরন্তর
নাহিক তাহার মূল।
বঁধুর পীরিতে আপনা বেচিনু
নিছিয়া দিনু জাতিকুল।।
সে রূপ-সায়রে নয়ান ডুবিল
সে গুণে বঁধিল হিয়া।
সে সব চরিতে ডুবিল যে চিতে
নিবারিব কিবা দিয়া।।
খাইতে খাইছি শুইতে শুইছি
আছিতে আছয়ে ঘরে।
চণ্ডীদাসে কয় ইঙ্গিত পাইলে
আগুন ভেজায় ঘরে।।