সই,পশিল বিষম বাঁশী।
বাহির করিতে যতন করিনু
মরমে রহিল পশি।।
তেরছ নয়ানে বাণের সন্ধানে
না বাজে এমনি নয়।
বাজিলে অন্তরে আকুল করয়ে
যতনে পরাণ রয়।।
নাহি দিবা নিশি যেমন করিছে
এ কথা কহিব কায়।
মনের আগুন জ্বলিছে দ্বিগুণ
কে না পরতীত যায়।।
আঁধুয়া পুকুরে যে মীন থাকয়ে
ঝাঁপয়ে ধীবর জালে।
তেন আছি হাম এ ঘর করণে
গুরু জনা যত বলে।।
ক্ষুরের উপরে রাধার বসতি
নড়িতে কাটায়ে দেহ।
আমার দুখের আচার বিচার
এ কথা বুঝিবে কেহ।।
বণিক জনার করাত যেমন
দুদিক কাটিয়া যায়।
তেমন আমার গুরু জনা কাটে
দ্বিজ চণ্ডীদাস কয়।।