সই, দেখরে রঙ্গ কেলি। এ নাট মন্দিরে নাচে রাধা বনমালী।। ধু
খেলে রাই কানু মিলি দুই তনু। সেই রূপে উজলএ জিনি কোটি ভানু।।
খেনে খেনে শ্যাম নাগর গোকুলে ব্যাপিত । শ্যামরূপ হেরিআ রাধা হরষিত।।
কহে সৈয়দ আইনদ্দিনে আনন্দ কথা। শুনিতে শ্রবণে সুখ গাও যথা তথা।।