সই গো, কিবা সে শ্যামের ছবি।
কোটী মদন জনু নিন্দিত শ্যাম-তনু
উদয় হৈয়াছে শশী রবি।।
কিবা অপরূপ অমিয়া স্বরূপ
নয়ন জুড়ায় চাঞা।
হেন মনে লয় নহে কুল ভয়
কোলে করি গিয়া ধাঞা।।
তরল মুরলী করিল পাগলী
রহিতে না দিল ঘরে।
সবারে বলিয়া বিদায় লইব
কি মোর সোদর পরে।।
ধরম করম দূরে তেয়াগিলুঁ
মরমে লাগিল যে।
চণ্ডীদাসে ভণে আপন পরাণে
বুঝিয়া করিবে সে।।