সই গো আর মোর কাল আসবে না সই।
কালা কাল বলে গেল ভূলিয়া রইলো কার সঙ্গ পাইল আর আইল না।।
কালা কাল আসবে করে’ গেল মধুপুরে ফাঁকি দিয়ে আমারে করে ছলনা।।
আমি কাল কাল কত কাল সহিব জঞ্জাল তার বুঝি গো কাল ফুরায় না।।
নারীর যৌবন জোয়ার যেমন থাকিতে জীবন আশা পোরল না।।
জোয়ারের পানি গেলে আর আসবেনি ভাটা লাগলে জোয়ার আর আসে না।।
কবে আসবে প্রাণপাখী সেকালের কয়দিন বাকি, পরাণসখী আমায় বল না।।
কালগেলে আসেকালে এইভাবে কতকাল বসিয়াথাকিবে রিয়াছত দেওয়ানা।।