সই, কেমনে ধরিব হিয়া।
আমার বঁধুয়া আন বাড়ী যায়
আমার আঙ্গিনা দিয়া।।
সে বঁধু কালিয়া না চায় ফিরিয়া
এমতি করিল কে।
আমার অন্তর যেমন করিছে
তেমতি হউক সে।।
যাহার লাগিয়া সব তেয়াগিনু
লোক অপযশ কয়।
সেই গুণনিধি ছড়িয়া পীরিতি
আর জানি কার হয়।।
আপনা আপনি মন বুঝাইতে
পরতীত নাহি হয়।
পরের পারণ হরণ করিলে
কাহার পরাণে সয়।।
যুবতী হইয়া শ্যাম ভাঙ্গাইয়া
এমতি করিল কে।
আমার পরাণ যেমতি করিছে
সেমতি হউক সে।।
কহে চণ্ডীদাস করহ বিশ্বাস
যে শুনি উত্তম মুখে।
কেবা কোথা ভাল আছয়ে সু্ন্দরি
দিয়া পরমনে দুখে।।