সই কেমনে দেখাব মুখ।
গোপত পিরীতি বেকত করয়ে
এ বড় মরমে দুখ।।ধ্রু।।
এত ঢীঠপনা করে কোন জনা
বুঝিনু তাহার বিধি।
মোর অপযশে সকলে হাসয়ে
ইথে কি পাইবে সিধি।।
আর এক দিন সিনানে যাইতে
আঁচরে ধরল মোর।
তথা দুই চারি নাগরী আছিল
হাসিয়া হইল ভোর।।
পরশ পাইয়া অবশ হইলুঁ
ইহাতে করিব কি।
শেখর কহিছে লোকে কি করিবে
তোমার নিছনি দি।।