সই কেনে গেলাম জল ভরিবারে।
যাইতে যমুনা ঘাটে, সেখানে কলঙ্ক উঠে,
তিমিরে গরাস্যা ছিল মোরে।।
রসে তনু ঢরঢর, তাহে নব কৈশোর,
আর তাহে নটবর বেশ।
চূড়ার টালনি বামে, ময়ূর চন্দ্রিকা ঠামে,
ললিতা লাবণ্য কিবা কেশ ।।
ললাটে চন্দন পাঁতি, নব গোরচনা তথি
তার মাঝে পূণমিক চান্দ।
অলকাবলিত মুখ, ত্রিভঙ্গ ভঙ্গিমা রূপ,
কামিনীগণের মন ফান্দ।।
লোকে তারে কালো কয়, সহজে সে কালো নয়,
নীলমণি মুকুরের জ্যোতি।
চাহনি চঞ্চল বাঁকা, কদম্ব গাছেতে ঠেকা,
ভুবনমোহন শোভা ভাতি।।
সঙ্গে ননদিনী ছিল, সে সকল দেখি গেল,
অঙ্গ কাঁপে থরহরি ডরে।
জ্ঞানদাসেতে কয়, তারে তোমার কিবা ভয়,
সে কি সতী, ভুলাইতে পারে।।