সই, কি আর বলিব তোরে।
বহু পুণ্যফলে সেহেন বঁধুয়া
বিধি মিলায়ল মোরে।।ধ্রু।।
এ ঘোর রজনী মেঘ-ঘটা বঁধু
কেমনে আইল বাটে।
আঙ্গিনার কোণে বঁধুয়া তিতিছে
দেখিয়া পরাণ ফাটে।।
নহি স্বতন্তর গুরুজনা ডর
বিলম্বে বাহরি হলুঁ।।
আহা মরি মরি সঙ্কেত করিয়া
কত না যাতনা দিলুঁ ।
বঁধুর পীরিতি আরতি দেখিয়া
মোর মনে হেন করে।
কলঙ্কের ডালি মাথায় করিয়া
আনল ভেজাই ঘরে।।
আপনার দুখ সুখ করি মানি
আমার দুখের দুখী।
চণ্ডীদাসে কহে কানুর পীরিতে
জগৎ হইল সুখী।।