সই আমার গোরাচাঁদ।
আমার মানস চকোর ধরিতে
পেতেছে পিরীতিফাঁদ।।ধ্রু।।
সই আমার গৌরাঙ্গ সেহ।
চাতক হইয়া তার প্রেমবারি
পিয়া সে করিব লেহ।।
সই আমার গৌরাঙ্গ সোনা।
প্রেমে গলাইয়া বেশব বানাইয়া
নাকে করিব দোলনা।।
সই আমার গৌরাঙ্গ ফুল।
গোছটী করিয়া খোপায় পরিব
শোভিবে মাথার চুল।।
সই আমার গৌরাঙ্গ ননী।
সোহাগে ছানিয়া অঙ্গেতে মাখিব
জ্ঞানদাস হবে ধনি।।