সংকীর্তনে নিত্যানন্দ নাচে।
প্রিয় পারিষদগণ কাছে।।
গোবিন্দ মাধব ঘোষ গান।
শুনি কেবা ধরয়ে পরাণ।।
পতিতের গলায় ধরিয়া।
কাঁদে পহুঁ সকরুণ হৈয়া।।
গদগদ কহে পতিতেরে।
শুনি যাহা পাষাণ বিদরে।।
তো সরার ধারি বহু ধার।
ধর ধর প্রেমের পসার।।
তো সবার দুর্গতি নাশিব।
ব্যাজের সহিত প্রেম দিব।।
যারে পায় চায় মুখচাঁদে।
গলায় ধরিয়া তার কাঁদে।।
সে হেন করুণা সোঙরিয়া
বাসু ঘোষ মরয়ে ঝুরিয়া।।