শয়ন মন্দিরে গৌরাঙ্গ সুন্দর
উঠিলা রজনীশেষে।
মনে দৃঢ় আশ করিব সন্ন্যাস
ঘুচাব এ সব বেশে।।
ঐছন ভাবিয়া য়মন্দির তেজিয়া
আইলা সুরধুনীতীরে।
দুই কর যুড়ি নমস্কার করি
পরশ করিলা নীরে।।
গঙ্গা পরিহরি নবদ্বীপ ছাড়ি
কাঞ্চননগরপথে।
করিলা গমন শুনি সব জন
বজর পড়িল মাথে।।
পাষাণ সমান হৃদয় কঠিন
সেহো শুনি গলি যায়।
পশু পাখী ঝুরে গলয়ে পাথরে
এ দাস লোচন গায়।।