শয়নমন্দিরে হাম শুতিয়া আছিলুঁ।
নিশির স্বপনে আজি গৌরঙ্গ দেখিলুঁ।।
সেই হৈতে প্রাণ পোড়ে শুন গো সজনি।
গোরারূপ মনে পড়ে দিবস রজনী।।
গোরা গোরা করি সখি কি হৈল অন্তরে।
বসন ভিজিল মোর নয়নের লোরে।।
আলসে অবশ গা ধরণে না যায়।
গোরাভাব মনে করি বাসু ঘোষ গায়।।