শ্রুতি অবতংস অংস পরি লম্বিত
মুরলী অধর সুরঙ্গ।
চরণে লম্বিত পীত ধটিকর অঞ্চল
গোধুলি ধূসর শ্যামঅঙ্গ।।
ধেনু চরাওত বেণু বাজাওত
কানাই কালিন্দিতীরে।
ধবলি শাঙলি বলি দীগ নেহারই
গরজই মন্দ গভীরে।।
করধৃত লগুড় ভূমে আরোপিত
কটিঅবলম্বনকারী।
বামচরণ পর দখিল চরণ খানি
অঙ্গভঙ্গ জগমনহারী।।
ব্রজবালক সঙ্গে রঙ্গে কত ধাওত
মত্ত সিংহগতি গমনে।
চান্দমুখের ঘাম বামকরে বারই
রহই লগুড় হিলনে।।
উচ্চ পুচ্ছ করি ধেনুগণ ধাওত
চাহত ঝরঝর দীঠে।
অনন্ত দাস কহে কানুমুখ হেরি হেরি
পুচ্ছ নাচাওত পীঠে।।