শ্রীশ্রীবিশ্বনাথ চক্রবর্ত্তিপাদের সূচক-কীর্ত্তন

(মাঘী-শ্রীপঞ্চমী তিথি)

‘‘শ্রীগুরু-প্রেমানন্দে নিতাই গৌর হরিবোল’’
‘‘ভজ নিতাই গৌর রাধে শ্যাম।
জপ হরে কৃষ্ণ হরে রাম।।

‘‘শ্রীকৃষ্ণচৈতন্য-প্রভু ভক্তের জীবন।
ভক্ত বিনা প্রভুর অন্যত্র নাহি মন।।
ভুবন-পাবন সে প্রভুর ভক্ত যত।’’

ওহে,–ভুবন-পাবন যত গৌরাঙ্গগণ
সবাই ত,–ব্রহ্মাণ্ড তারিতে পারে

ভুবন-পাবন-গোরা হৃদে ধরে—সবাই ত,–ব্রহ্মাণ্ড তারিতে পারে

[মাতন]

‘‘ভুবন-পাবন সে প্রভুর ভক্ত যত।
নিরূপম মহিমা কহিবে কেবা কত।।
অসংখ্য প্রভুর ভক্ত অন্ত কেবা করে।
জগত ছাইল সে ভক্তের পরিকরে।।
প্রভু প্রিয়পার্ষদ গোস্বমী-লোকনাথ।

সর্ব্ব-অগ্রে আগুয়ান

আমার গুণের প্রভু লোকনাথ—সর্ব্ব-অগ্রে আগুয়ান
মধুর-শ্রীবৃন্দাবনে—সর্ব্ব অগ্রে আগুয়ান

‘‘প্রভু-প্রিয়াপার্ষদ গোস্বামী লোকনাথ।
যাঁহার চরিত্র চারু জগতেবিখ্যাত।।
তাঁর প্রিয়-শিষ্য নরোত্তম প্রেমময়।
যাঁর খ্যাতি জগতে ঠাকুর-মহাশয়।।’’

ঠাকুর-নরোত্তম গৌর-প্রেমের মুরতি
রেখেছিলেন পদ্মাবতী

প্রাণগৌর-দত্ত প্রেমধন—রেখেছিলেন পদ্মাবতী

নরোত্তম পদ্মা-অবগাহনে এলেন
তাঁরে দিলেন সেই প্রেমধন
নরোত্তমে দিলেন সেই প্রেমধন

গৌর-আজ্ঞা-মতে পদ্মাবতী—নরোত্তমে দিলেন সেই প্রেমধন

নরোত্তম হইলেন গৌরবর্ণ

ছিলেন বটে কৃষ্ণবর্ণ—নরোত্তম হইলেন গৌরবর্ণ
গৌরের প্রেমধন পেয়ে—নরোত্তম হইলেন গৌরবর্ণ

‘‘যাঁর খ্যাতি জগতে ঠাকুর-মহাশয়।।
তাঁর শিষ্য গঙ্গানারায়ণ চক্রবর্ত্তী।’’

গাম্ভিলা—নামে খ্যাতি

অদ্যপিও সেই-গ্রাম—গাম্ভিলা-নামে খ্যাতি
ঠাকুর-নরোত্তমের শেষ-অবস্থিতি—গাম্ভিলা-নামে খ্যাতি

তাঁর শিষ্য গঙ্গানারায়ণ-চক্রবর্ত্তী।
পরম-পণ্ডিত যেঁহ প্রেমভক্তি-মূর্ত্তি।।
তাঁর শিষ্য চক্রবর্ত্তী শ্রীকৃষ্ণচরণ।
প্রেমময়-রামকৃষ্ণাচার্য্যের নন্দন।।
শ্রীরামচরণ চক্রবর্ত্তী শিষ্য তাঁর।
সর্ব্বাংশে প্রবীণ অতি শুদ্ধ-ভক্তি যাঁর।।
তাঁর প্রিয়শিষ্য বিশ্বনাথ দয়াময়।’’

ঠাকুর-নরোত্তমের গণ হয়

বিশ্বনাথ দযাময়—ঠাকুর-নরোত্তমের গণ হয়

‘‘তাঁর প্রিয়শিষ্য বিশ্বনাথ দয়াময়।
যাঁর জন্মকালে হইল সবার বিস্ময়।।
জন্ম-ঘরে তেজঃপুঞ্জ অগ্নির সমান।
ক্ষণেক থাকিয়া তাহা কৈল অন্তর্দ্ধান।।’’

ইঙ্গিতেতে প্রকাশ হয়

ঠাকুর-বিশ্বনাথ গৌরাঙ্গ-শকতি—ইঙ্গিতেতে প্রকাশ হয়

‘‘ক্ষণেক থাকিয়া তাহা কৈল অন্তর্দ্ধান।।
বালক দেখিয়া সুখ বাড়িল সবার।
মধ্যে মধ্যে বালকের দেখে চমৎকার ।।
সর্ব্বত্র বিদিত প্রসংশয়ে সর্ব্বজনে।
অল্পকালে বিতক্ষণ হৈলা ব্যাকরণে।।
দেবগ্রামী-পণ্ডিতের যাঁহে হৈল ভয়।
সেই দিগ্বিজয়ী বিশ্বনাথ কৈলা জয়।।
হইলা সুখ্যাতি ইথে লজ্জা বহু পাইলা।
শ্রীমদ্ভাগবত পড়িবারে ভ্রাতা আজ্ঞা দিলা।।
পাঠ সাঙ্গ করি’ ভ্রাতার আগে দাঁড়াইলা।
বৃন্দাবনে যাইবারে আজ্ঞা মাগিলা।।
ভ্রাতা-রামচন্দ্র সুখে আজ্ঞা তারে দিলা।
সেইক্ষণে বিশ্বনাথ বিদায় হইলা।।’’

প্রাণ-নিতাই-গৌর বলে

ঠাকুর-নরোত্তমের প্রাণধন—প্রাণ-নিতাই-গৌর বলে

‘‘সেইক্ষণে বিশ্বনাথ বিদায় হইলা।
ব্রজভূমি ভ্রমি’ কৈল রাধাকুণ্ডে বাস।
ব্রজবাসী-বৈষ্ণবের হইল উল্লাস।।
কৃষ্ণদাস-কবিরাজ-গোস্বামীর স্থানে।
শ্রীমুকুন্দদাস কৈলা গোস্বমি-গ্রন্থ অধ্যয়নে।।
তাঁর অপ্রকটে বিশ্বনাথেরে পাইয়া।’’

গৌরপ্রিয় মুকুন্দদাস

‘‘তাঁর অপ্রকটে বিশ্বনাথেরে পাইয়া।
মুকুন্দদাস বহুকৃপা কৈলা হর্ষ হইয়া।।
কতদিনে বিশ্বনাথ শ্রীকুণ্ড হইতে।
গৌড়ে গেলা শ্রীগুরুদেবের আজ্ঞা-মতে।।
গুরু-আজ্ঞা পত্নীসহ করিতে শয়ন।
শুতিয়া করিলা সুখে শ্রীনাথ-কীর্ত্তন।।
বিকার-রহিত বিশ্বনাথ-চক্রবর্ত্তী।
যৈছে তার স্পর্শ নহে কৈল তৈছে রীতি।।
‘‘রজনী-প্রভাতে জীর্ণ-কম্বল উড়িয়া।
বাসায় আসিয়া করিলেন প্রাতঃক্রিয়া।।
সবার বিস্ময় শুনি’ ঐছে রাত্রিবাস।’’

নির্ব্বিকার বিশ্বনাথ

‘‘সবার বিস্ময় শুনি’ ঐছে রাত্রিবাস।
শিষ্য জিতেন্দ্রিয় ইথে ইষ্টের উল্লাস।।’’


লোকমুখে ব্যবহার শুনি’


শিষ্য জিতেন্দ্রিয়—লোকমুখে ব্যবহার শুনি’

‘‘শিষ্য জিতেন্দ্রিয় ইথে ইষ্টের উল্লাস।।
শ্রীমদ্ভাগবত ইষ্টদেবে লিখি দিল।।
লিখনের কালে অতি কৌতুক হইল।।
একদিন এক-সরোবর-সন্নিধানে।
বসিয়া লিখেন পুঁথি ছায়াহীন-স্থানে।।
লিখিতে লিখিতে প্রেমানন্দে মগ্ন হৈলা।
হৈল যে মেঘবৃষ্টি কিছু না জানিলা।।’’

সংসার-কূপ কাঁহা তার

দেহ স্মৃতি নাহি যার—সংসার-কূপ কাঁহা

‘‘হৈল যে মেঘবৃষ্টি কিছু না জানিলা।।
গুরু-আজ্ঞা লইয়া পুনঃ বৃন্দাবন আসি’।
বর্ণিলেন বহুগ্রন্থ রাধাকুণ্ডে বসি’।।’’
দাস-গোস্বামীর চরণ সঙরিয়ে
‘‘বর্ণিলেন বহুগ্রন্থ রাধাকুণ্ডে বসি’।।
শ্রীভাগবত, গীতা, উজ্জ্বল-নীলমণি।
এ-সবার করিলেন মধুর-টিপ্পনী।।
শ্রীরূপের মনোহভীষ্ট স্থাপন করিলা।
শ্রীরূপের অবতার বলি’ খ্যাত হৈলা।।
শ্রীকৃষ্ণ-ভাবনামৃত, শ্রীগীত-চিন্তামণি।
কৈলা যাহা ভজন-সোপান করি’ মানি।।
গৌরাঙ্গের গূঢ়তত্ত্ব করিতে প্রকাশ।
কৃপা করি’ প্রকাশিলেন স্বপ্নবিলাস।।
শ্রীকৃষ্ণচৈতন্য-প্রভুর গোবর্দ্ধন-শিলা।’’

যা-কৃপা করি’ রঘুনাথে দিয়াছিলা

শ্রীকৃষ্ণচৈতন্য-প্রভু—যা—কৃপা করি’ রঘুনাথে দিয়াছিলা

অদ্যাপিও বর্ত্তমান আছে

‘‘শ্রীকৃষ্ণচৈতন্য-প্রভুর গোবর্দ্ধন-শিলা।
শ্রীগোকুলানন্দ বিশ্বনাথে কৃপা কৈলা।।
গোবর্দ্ধনশিলা-শোভা কহন না যায়।
অদ্যাপিহ গোকুলানন্দ-পাশে বিলসয়।।
শ্রীরাধিকা বিশ্বনাথে স্বপ্নে দেখা দিলা।
কামগায়ত্রীর ব্যাখ্যা আপনি করিলা।।’’

স্বপনে দেখা দিলা

শ্রীরাধারাণী বিশ্বনাথে—স্বপনে দেখা দিলা

‘‘কামগায়ত্রীর ব্যাখ্যা আপনি করিলা।।
শ্রীবিশ্বনাথের নাম শ্রীহরিবল্লভ।
গীতের আভোগে ব্যক্ত করে বিজ্ঞ-সব।।
ওহে নাথ বিশ্বম্ভর পতিত-পাবন।’’

বিশ্বনাথ কীর্ত্তন করেন

প্রেমেতে আবিষ্ট হয়ে—বিশ্বনাথ কীর্ত্তন করেন

‘‘ওহে নাথ বিশ্বম্ভর পতিত-পাবন।
ওহে নিত্যানন্দ-প্রভু দয়ার ভবন।।
হা হা অদ্বৈতদেব কৃপাসিন্ধু-মূর্ত্তি।
হা হা গদাধর-প্রভু প্রভুর নিজ-শক্তি।।
হা হা হরিদাস হে শ্রীবাস বক্রেশ্বর।
মুকুন্দ মুরারি নবদ্বীপ-পরিকর।।’’

ব্যাকুল হয়ে কাঁদে রে

গুণবিধি বিশ্বনাথ—ব্যাকুল হয়ে কাঁদে রে

‘‘কোথা গেলা প্রভুগণ হৈল অন্ধকার।
হেনকালে জন্ম কেন লভিনু মুঁই ছার।।’’

কিছুই দেখতে পেলাম না রে

গৌরগণ-গৌরাঙ্গ-লীলা—কিছুই দেখতে পেলাম না রে

‘‘হেনকালে জন্ম কেন লভিনু মুঁই ছার।।
কৃপার সমুদ্র মোর প্রভু শ্রীনিবাস।
শ্যামানন্দ রামচন্দ্র নরোত্তম-দাস।।
এ-সব গৌরাঙ্গগণ প্রকট যখন।
তখন নহিল মোর এ-দুঃখী জনম।।’’


কিছুই দেখতে পেলাম না রে
পূর্ব্বলীলা পরলীলা—কিছুই দেখতে পেলাম না রে

‘‘তখন নহিল মোর এ-দুঃখী জনম।।
এইখানে প্রভু মোর বিশ্বনাথদেব।
হা হা রূপ সনাতন বলি’ করে খেদ।।
শ্রীজীব গোপালভট্ট বলিয়া কান্দয়।
ভট্টরঘুনাথ দাসরঘুনাথ ছয়।।’’

ব্যাকুল হয়ে বিশ্বনাথ কাঁদে

হা গৌরগণ বলে—ব্যাকুল হয়ে বিশ্বনাথ কাঁদে

‘‘তোমার ছাড়িলা মোরে গেলা কোথাকারে।
না দেখিনু মুঞি এই প্রকট-বিহরে।।’’


কি বলব দুর্দ্দৈবের কথা
কিছুই দেখতে পেলাম না


ব্যাকুল হয়ে বিশ্বনাথ কেঁদে বলে—কিছুই দেখতে পেলাম না
প্রাণ-গৌরলীলা তার গণের খেলা—কিছুই দেখতে পেলাম না

‘‘না দেখিনু মুঞি এই প্রকট-বিহরে।।’’
তোমরা সকল বিনা শ্রী–গৌরাঙ্গ।”

গুণের প্রাণ-গৌরাঙ্গগণ
গুণনিধি প্রাণ-গৌরাঙ্গগণ

‘‘তোমরা সকল বিনা শ্রীগৌরাঙ্গ-গুণ।
এ-হেন-দুঃখীরে কেবা করাবে শ্রবণ।।’’

এ-দগ্ধহৃদয় কেমনে জুড়াবে

প্রাণারাম-গৌরকথা বিনে—এ-দগ্ধহৃদয় কেমনে জুড়াবে

‘‘এ-হেন-দুঃখীরে কেবা করাবে শ্রবণ।।
না শুনিলু সে না মুখ-অমৃত-বচন।’’

পরাণ-গৌরাঙ্গগণ
গুণনিধি প্রাণ-গৌরাঙ্গগণ

‘‘না শুনিনু সে না মুখ-অমৃত-বচন।
না দেখিনু সেই-সব-কমলচরণ।।
গৌরাঙ্গ-ললিত-লীলা শুনি কার কাছে।
মোর রূপ সনাতন সদা যাহা যাচে।।’’

আর কার কাছে শুনিব

গৌরাঙ্গ-ললিত-লীলা—আর কার কাছে শুনিব
রূপ সনাতন যাহা যাচে—আর কার কাছে শুনিব

‘‘মোর রূপ সনাতন সদা যাহা যাচে।।
এ-সব-বিলাপ করি’ কাঁদে বিশ্বনাথ।
দেখিনু শুনিনু কত পিতার সাক্ষাৎ।।’’

শুনেছি শ্রীগুরুদেবের কাছে

প্রাণ-গৌরগণের গুণের কথা—শুনেছি শ্রীগুরুদেবের কাছে
‘প্রাণ-গৌরগণের গুণের কথা’—
গৌরাঙ্গ-লীলা-কথা—প্রাণ-গৌরগণের গুণের কথা

শুনেছি শ্রীগুরুদেবের কাছে
শ্রীগুরুদেবের মুখে শুনেছিলাম

‘‘হাহা বিধি কিবা কৈল কি হৈল হায়।
কোথা গেলা মোর চক্রবর্ত্তি-মহাশয়।।
বৃন্দাবনে কুঞ্জে কুঞ্জে যার গুণ শুনি।
সে হেন হারানু মুঞি পাঞা চিন্তামণি।।
এ-হেন-দয়ালু-প্রভু মোরে ছাড়ি’ গেল।
না সেবিনু সে না পদ রহি গেল শেল।।
এ-সকল পদাম্বুজে বঞ্চিত হইনু।
জন্মিয়া এবার মুঞি কিবা কর্ম্ম কৈনু।।
আপতিত-উদ্ধারক গৌরাঙ্গ আমার।
বিশ্বনাথের পাদপদ্ম দেখাবে কি আর।।
মোর প্রাণনাথ বিশ্বনাথ দয়াময়।
বিশ্ব পালিলেন তেঁহ হইয়া সদয়।।
অযাচকে প্রেমভক্তি-রত্ন কৈল দান।
সর্ব্বত্র লওয়াইল গৌর-কৃষ্ণভগবান্।।
নিজ-পাত্র শেষ মোরে দিয়া দয়াময়।
বলেন কৃপা কর শ্রীঠাকুর-মহাশয়।।’’

ঠাকুর-নরোত্তম কৃপা কর

সগণে গৌরগুণে মত্ত কর—ঠাকুর-নরোত্তম কৃপা কর

‘‘ওহে শ্রীবৈষ্ণবগণ করি নিবেদন।
কৃপা করি’ মোর সাথে ধর শ্রীচরণ।।
তোমা সবার কৃপাতে যেন বঞ্চিত না হই।
বিশ্বনাথ-পাদপদ্ম দেখিবারে চাই।।
এত কহি নরহরি আধোমুখ করি’।
কাঁদয়ে উচ্চৈঃস্বরে ফুকারি ফুকারি।।’’

আয় ভাই সবে মিলে

ঠাকুর-বিশ্বনাথের গুণ গাই—আয় ভাই সবে মিলে

অতিগূঢ়-কথা ভাই

গুরুদেবের প্রেরণায় বলি—অতিগূঢ়-কথা ভাই

জয় জয় ঠাকুর বিশ্বনাথ
জয় জয় বিশ্বনাথ চক্রবর্ত্তী

শ্রীজীবের,–গুপ্ত-বাসনা পূরণ-মূর্ত্তি—জয় জয় বিশ্বনাথ চক্রবর্ত্তী

[মাতন]
বিশ্বনাথ-দ্বারে ব্যক্ত কৈলা

ব্রজের,–শুদ্ধ-পরকীয়া-রস—বিশ্বনাথ-দ্বারে ব্যক্ত কৈলা

[মাতন]

‘শুদ্ধ-পরকীয়া-রস’
শ্রীচৈতন্য-মনোবৃত্তি—শুদ্ধ-পরকীয়া-রস

[মাতন]

‘শুদ্ধ-পরকীয়া-রস’—
যা,–যোগমায়া কৈলা ঘটন—শুদ্ধ-পরকীয়া-রস

শ্রীরূপের দ্বারে প্রকাশ কৈলা

আপনার মনোবৃত্তি—শ্রীরূপের দ্বারে প্রকাশ কৈলা

[মাতন]

বিশ্বনাথের দ্বারে জগতে দিলা—শ্রীরূপের দ্বারে প্রকাশ কৈলা
জয় বিশ্বনাথ-চক্রবর্ত্তী আমার
শ্রীজীবের মনোবৃত্তি-অবতার—জয় বিশ্বনাথ-চক্রবর্ত্তী আমার

[মাতন]
এইবার মোদের কৃপা কর

ঠাকুর-নরোত্তমের-গণ—এইবার মোদের কৃপা কর

বিশ্বনাথ কৃপা কর

ঠাকুর-নরোত্তমের গণ—বিশ্বনাথ কৃপা কর

[মাতন]
সকল-সুখে বঞ্চিত মোরা

অতঃপর মহাজনী আক্ষেপ-কীর্ত্তন—

‘‘শ্রীগৌরাঙ্গের সহচর,’’…………….ইত্যাদি

…………………………………………………………………………
…………………………………………………………………………

‘‘তবে যদি যাও সেই ভাল।।’’

নিশিদিশি ডাক রে

ওরে রে নিলাজ-পরাণ—নিশিদিশি ডাক রে
ওরে রে কৃতঘ্ন-পরাণ—নিশিদিশি ডাক রে

ব্যাকুল হয়ে কাঁদ রে
কণ্ঠহার কর রে

অহৈতুকী-কৃপা সঙরি—ব্যাকুল হয়ে কাঁদ রে
‘অহৈতুকী-কৃপা সঙরি’—
অদোষ-দরশী-শ্রীগুরুদেবের—অহৈতুকী-কৃপা সঙরি

ব্যাকুল হয়ে কাঁদ রে
কণ্ঠহার কর রে

যদি,–দগ্ধহৃদয় জুড়াইতে চাও—কণ্ঠহার কর রে
শ্রীগুরু-কৃপাদত্ত নামাবলী—কণ্ঠহার কর রে
‘শ্রীগুরু-কৃপাদত্ত নামাবলী’—
সাধ্য সাধন নির্ণয়-করা—শ্রীগুরু-কৃপাদত্ত নামাবলী

কণ্ঠহার কর রে
প্রাণভরে গাও রে

‘‘ভজ নিতাই গৌর রাধে শ্যাম।
জপ হরে কৃষ্ণ হরে রাম।।’’
গৌরহরি-রোল, হরিবোল, হরিবোল, হরিবোল।।
‘‘শ্রীগুরু-প্রেমানন্দে নিতাই-গৌর-হরিবোল।।’’


––––––



অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ