শ্রীশশিশেখর জয় জয়।
চন্দ্রশেখর অনুজ জয় পরম করুণাময়।।
রসময় সঙ্গীত মনোহর সুরচন
অনুপম ভাব নিধান।
সুকবি সুগায়ক কোকিল সুস্বর
মধুর বিনোদ তালমান।।
কতেক যতনে মঝু শিক্ষা সমাধিলা
হাম অধম বোধহীন।
কহ বিশ্বম্ভর প্রণতি পুরঃসর
চরণে শরণাগত দীন।।