শ্রীল নরোত্তম আরে মোর প্রভুরে
বারেক তোমারে পাঙ।
সে গুণ গাইয়া মুঞি মরিয়া না যাঙ।।
তিলকে ঝলকে মুখ দশনের ভাতি।
ইষত মধুর হাসি বিজুরীর কাঁতি।।
ফুটিয়া রহিল শেল সহি হেন বেথা।
মরমে মরমদুখ কি কহিব কথা।।
মো মরোঁ মরিয়া যাঙ সে গুণ ঝুরিয়া।
বল্লভদাসেরে লেহ আপন করিয়া ।।