শ্রীবৃন্দাবন অভিনব সুমদন
শ্রীরঘুনন্দন রাজে।
লাখ লাখবর বিমল সুধাকর
উয়ল অবনী সমাজে।
জয় পহুঁ নটন কলা রসধীর।
নিখিল মহোৎসব গৌরগুণার্ণব
প্রেমময় সকল শরীর।।ধ্রু।।
রুচির তরুণতর নটবরশেখর
পীতাম্বরবরধারী।
গা-ই গাওয়ায়ত গৌরগুণাসৃত
ভববয়খণ্ডনকারী।।
পদতল রাতুল পঙ্কজ নহ তুল
পদনখ ইন্দু পরকাশে।
সে পদ রজনী দিনে শয়ন স্বপন মনে
রায়শেখর করু আশে।।