শ্রীদাম সুদাম সনে যাওহে যখন গোচারণে
আমি তখন দুয়ারে দাঁড়ায়ে।
ননদিনী ছিল পিছু কহিতে নারিলাম কিছু
কেবল রইলাম চাঁদ মুখ চেয়ে।।
যখন তুয়া বন্ধু পড়ে মনে চাহি বৃন্দাবন পানে
এ লইয়া কেশ নাহি বান্ধি।
রন্ধনশালাতে যাই তুয়া বন্ধু গুণ গাই
ধুঁয়ার ছলনা করে কান্দি।।
নিবেদন করি শ্যাম রায়।
যদি অগুরু চন্দন হতাম তুয়া অঙ্গে মাখা রইতাম
ঘামিয়া পড়িতাম রাঙ্গা পায়।।
মণি নও মাণিক্য নও অঞ্চলে বাঁধিলে রও
ফুল নও যে মাথার করি বেশ।
যদি নারি না করিত বিধি তোমা হেন গুণ নিধি
লইয়া ফিরিতাম দেশ দেশ।।