শ্রীদাম বলে ওগো রাণি বিদায় দে তোর নীলমণি
লয়ে যাব গোষ্ঠ বিহারে।
গোধন চারণ করি আনি দিব তোর হরি
নিবেদন করি করজোড়ে।।
রাণী বলে কি বলিলি না পাঠাব বনমালী
তোমরা সবাই যাও বনে।
বড় হইলে লালনে লইয়ে যেও কাননে
পাঠাইব তোমা সভা সনে।।
কানাই বলে শ্রীদাম ভাই আমার যাওয়া হল নাই
মা বিদায় নাহি দিল মোরে।
জ্ঞাদাস কহে শুন যশোদার জীবন
জানি কিনা জানি বিদায় করে।।