শ্রীজয়দেব কবি কবি-কুল-ভূষণ
পদ্মাবতী-হৃদয়-বিলাসী।
যছুক ইচ্ছাক্রমে নৃত্যতি সতত
বাগরানী জনু দাসী।।
মধুর কোমল কান্ত পদাবলী
যছুক লেখনি মুখে স্ফূরে।
গৌরাঙ্গ সুন্দর স্বরূপ রাম সনে
আস্বাদি বাসনা পূরে।।
সাজ সজ্জা করি রাই সঙ্গিনী কো
যোই ভেজল অভিসারে।
যছু আদেশে কানু বৃষভানু-সুতাকো
ভেটত কুঞ্জ মাঝারে।।
কত কমলিনী মানভরে অধোমুখী
কাল বয়ান নাহি হেরে।
লাঞ্ছিত নীলমণি সাজি বিদেশিনী
রাইক মান লাগি ফিরে।।
ভুবনে অতুলন যছু পদ-মণিগণ
অমিয় সদৃশ যছু ভাষ।
তছু পদ-সরোজে মঝু মন মাতুক
চাহে ইহ গোবিন্দ দাস।।