শ্রীকৃষ্ণচৈতন্য বলরাম নিত্যানন্দ
পারিষদ সঙ্গে অবতার।
গোলোকের প্রেমধন সভারে যাচিয়া দিল।
না লইলুঁ মুঞি দুরাচার।।
আরে পামর মন বড় শেল রহল মরমে।
হেন সংকীর্ত্তন-রসে ত্রিভুবন মাতল
বঞ্চিত মো হেন অধমে।।
শ্রীগুরু-বৈষ্ণব-পদ কল্পতরু ছায়া পাঞা
সব জীব তাপ পাসরিল।
মুঞি অভাগিয়া বিষ- বিষয়ে মাতিয়া রৈলুঁ
হেন যুগে নিস্তার না হৈল।।
আগুনে পুড়িয়া মরোঁ জলে পরবেশ করোঁ
বিষ খাঞা মরোঁ মো পাপিয়া।
এত মনে করি যদি মরণ না করে বিধি
প্রাণ রহে কি সুখ লাগিয়া।।
এ হেন গৌরাঙ্গ-গুণ না করিলাম শ্রবণ
হায় হায় করিয়ে হুতাশ।
হরে কৃষ্ণ মহামন্ত্র মুখ ভরি না লইলাম
জীবমৃত গোবিন্দদাস।।