শ্রাবণে গলিত ধারা ঘন বিদ্যুল্লতা।
কেমনি বঞ্চিব প্রভু কারে কব কথা।।
লক্ষ্মীর বিলাসঘরে পালঙ্কে শয়ন।
সে সব চিন্তিয়া মোর না রহে জীবন।।
ও গৌরাঙ্গ প্রভু হে তুমি বড় দয়াবান।
বিষ্ণুপ্রিয়া প্রতি কিছু কর অবধান।।
শ্রাবণে গলিত ধারা ঘন বিদ্যুল্লতা।
কেমনি বঞ্চিব প্রভু কারে কব কথা।।
লক্ষ্মীর বিলাসঘরে পালঙ্কে শয়ন।
সে সব চিন্তিয়া মোর না রহে জীবন।।
ও গৌরাঙ্গ প্রভু হে তুমি বড় দয়াবান।
বিষ্ণুপ্রিয়া প্রতি কিছু কর অবধান।।