শ্রম-জলে ভীগল সকল শরীর।
তনু তনু লাগল পাতল চীর।।
পুরল মনোরথ বৈঠল তাই।
বসন ঢুলায়ত রসবতি রাই।।
রসময় নাগর রসবতি গোরি।
দুহুঁ মুখ হেরইতে দুহুঁ ভেল ভোরি।।
শুতল বিদগধ নাগর রায়।
রতি রসে মগন দুহুঁ নিন্দ যায়।।
সকল সখি মেলি বিনোদিনি রাই।
কর সঞে মুরলী যতনে চোরাই।।
পল এক জাগি বৈঠল পিত-বাস।
জল সেবন করু গোবিন্দদাস।।