শ্রমজলে ঢর ঢর দুহুঁক কলেবর
ভীগল অরুণিম বাস।
রতন বেদী পর বৈঠল দুহুঁ জন
খরতর বহই নিশ্বাস।।
আনন্দ কহই না যায়।
চামর করে কোই বীজন বীজই
কোই বারি লেই যায়।।ধ্রু।।
চরণ পাখালই তাম্বুল যোগায়ই
কোই মোছায়ই ঘাম।
ঐছন দুহুঁ তনু শিতল কয়ল জনু
কুবলয় চম্পক দাম।।
আর সহচরিগণে বহুবিধ সেবনে
শ্রমজল কয়লহিঁ দূর।
আনন্দ সায়রে দুহুঁ মুখ হেরই
গোবর্দ্ধন হিয়া পূর।।