শ্রবণে শুনলু হাম কানক নাম।
ধায়ল চপল নয়ন তুছ ঠাম।।
চিরদিন ফণি মণি-মণ্ডল ঠাম।
পেখলু নটবর সো ঘনশ্যাম।।
এ সখি! কো জানে পুন কথি লাগি।।
তদবধি হৃদয়ে জ্বলত মঝু আগি।।
মোরে হেরি করু ছিরিদামক কোর।
তৈছন করইতে মঝু মন ভোর।।
দুহুঁ ভুজ বন্ধন দুহুঁ করু কেরি।
মঝু লোচন ঝরু সো মুখ হেরি।।
নারী শুনয়ে যবে তৈছন যোগ।
জানলু তবহি জনম ফল ভোগ।।
অতয়ে সে কি ফল জীবন পাপ।
গোবিন্দদাস কহ মিটব সন্তাপ।।