শ্যাম শ্যাম বলি সদা শ্যাম হেরি
সকল সঁপিল শ্যামে।
শ্যাম পরিবাদ সকল গোকুল
এ তনু সঁপিনু শ্যামে।।
সব তেয়াগিনু শ্যামের কারণে
সবাই করিল সারা।
শ্যাম কলঙ্কিনী শবদ উঠিল
তাহার এমন ধারা।।
সহিতে সহিতে সে সব কারণ
শুনিতে পরাণ ফাটে।
শঙ্খবণিকের করাত যেমন
ও দিক্ ও দিক্ কাটে।।
শরণ যে লয়ে শীতল চরণে
সে জন এমন দশা।
সাধ দিল মনে সদা নিরখিব
ঘুচিল সে সব আশা।।
সে সব আরতি সুখের আরতি
কে জন ভাঙ্গিয়া দিল।
চণ্ডীদাস বলে সে জন অক্রূর
শমন সমান ভেল।।