শ্যাম মোরে করিও দয়া, একেবারে না ছাড়ো মায়া; ও কালা চান্দ পরদেশী !
প্রেমসাগরে ডুবি, হর-ঘড়ি তোমারে সেবি।
মন বান্ধ্যাছ শিলার ডোরে, পাসরি রহিলা মোরে।
পিরীতি তোমার সনে, আড়া পাড়া সবে জানে,
দৈবে কলঙ্কিণী হৈলাম নয়ান ভরি না চাহিলাম।
সুজনে পিরীতি করি, একেবারে না যায় ছাড়ি।
জনমে জনমে পালে, সঙ্গে থাকে নিদান কালে।
কহে সৈয়দ সুল্তানে, রাখ প্রাণি দেখা দানে।।