শ্যাম-মন্ত্রমালা বিনোদিনী রাধা
জপিতে জপিতে যায়।
রসের আবেশে আনন্দ-হিল্লোলে
তরলনয়নে চায়।।
অপার অপার বহু বিদগধ
সুন্দরী সে ধনী রাই।
শ্যাম দরশনে চলিলা ধেয়ানে
সুধা শ্যাম-গুণ গাই।।
মন্দ মন্দ গতি চলন মাধুরী
যেমন সোনার লতা।
কিবা সে তড়িৎ চলিল ভুরিত
কি কব তাহার কথা।।
চৌদিকে গোপিনী মাঝে বিনোদিনী
চলে সে আনন্দরসে।
কেহ কোন যেন সম্পদ্ পাইয়া
সুখের সায়রে ভাসে।।
পথে যেতে কহে রাধা বিনোদিনী
কত দূরে বৃন্দাবন।
কহ কহ দেখি কোন্খানে আছে
রমণী জনার ধন।।
আগে হের দেখ দু আঁখি চাহিয়া
এই উপবনমাঝে।
ঐখানে বসিয়া নাগর আছেন
দেখহ কোন বা কাজে।।
চণ্ডীদাস বলে গোপিনীর বোলে
চাহিয়া দেখিল রাই।
ঘন ঘন রব মুরলীর শবদ
তাহাই শুনিতে পাই।।