শ্যাম বিচ্ছেদে পোড়ে হলেম ছাই
ঘুষে ঘুষে জ্বল্‌ছে অনল বন্ধু আমার দেশে নাই।।
আমি নারী কুল বালা কত সই আর বিচ্ছেদ জ্বালা গো।
জ্বলে পোড়ে হলেম কালা শ্যাম জল আমি কোথায় পাই।।
শাশুড়ী ননদীর জ্বালা আরত বন্ধুয়ার জ্বালা গো।
তার উপরে বিচ্ছেদ জ্বালা বিরহে মরিবে রাই।।
প্রেমিকা পিরীতে মত্ত কোলের শিশু দুধে মত্ত গো।
আমি যে বিরহে মত্ত কেঁদে কেঁদে দিন কাটাই।।
বিরহে প্রেমিকের মরণ যদি বন্ধের না হয় স্মরণ গো
রিয়াছতের মরণ বরণ যদি বন্ধু দেশে নাই।।