শ্যাম-বামে বৈঠল কিশোরী।
মেঘে যেন মিশয়ে বিজুরি।।
সোনার কমলে মধুকর।
তেমতি সাজল কলেবর।।
দুঁহু রূপ না যায় কখন।
কোটী কোটী মূরছে মদন।।
সহচরী কুঞ্জ-নিকেতনে।
কেহ করে চামর ব্যজনে।।
কেহ চন্দন দিছে গায়।
কেহ চূয়া চন্দন যোগায়।।
কেহ করে পাখা মন্দ বায়।
চণ্ডীদাস দুঁহু গুণ গায়।।