শ্যাম বন্ধু চিত-নিবারণ তুমি !
কোন শুভ দিনে, দেখা তোর সনে পাশরিতে নারি আমি।। ধু
যখন দেখিয়ে, ও চাঁদ বদনে ধৈরজ ধরিতে নারি।
অভাগীর প্রাণ, করে আন্চান দণ্ডে দশবার মরি।।
মোরে কর দয়া, দেহ পদ ছায়া শুনহ পরাণ কানু !
কুলশীল সব, ভাসাইনু জলে প্রাণ না রহে তোমা বিনু।।
সৈয়দ মর্তুজা ভণে, কানুর চরণে নিবেদন শুন হরি।
সকল ছাড়িয়া, রহিলু তুয়া পায়ে জীবন মরণ ভরি।