শ্যাম কহে শুন রাই বিনোদিনী
তুলিয়া বদনে চাহ ।
সরস বদনে হাসি নিরখিয়া
আমারে বিদায় দেহ।।
এ বোল শুনিতে বৃকভানুসুতে
পুলক বেদ অঙ্গ।
আর কি সুজন শুনিব বচন
কবির রসে রঙ্গ।।
গদ গদ বোলে অতি প্রেমছলে
কহে বিনোদিনী রাধা।
কি বলিব আমি তোমার চরণে
সকলি হইল বাধা।।
মুখে না নিঃস্বরে তোমারে বলিতে
কি বলিব আমি বাণী।
বলহ আমারে কি বোল বলিব
কহিতে নাহিক জানি।।
তোমা হেন ধন অমূল্য রতন
সদাই বেড়িয়া থাকি।
তাহে যেতে চাহ নিজ বশ নহ
শুনহ কমল আঁখি।।
তুরিতে গমন করিলা গতাগতি
দ্বিজ চণ্ডীদাস গায়।।