শ্যাম উপেখি রাই ক্ষিতি লেখত
অধোমুখে রোয়ত তাঁহি।
রাইক পাশ দূতী চলি আয়ত
হেরত পুন পুন চাহি।।
দূতি কহত তব কহ কহ রে সখি
অব কাহে রোয়ত রাই।
হাম বড় দুখিনি তুয়া মুখ চাহত
তুয়া বিনু আর কোই নাই।।
কহি এক অকপটে মানে ভরল হাম
কত রূপে সাধল নাহ।
হাম নাহি পালটি নেহারলু সো মুখ
রোখে বিমুখ ভৈ গেহ।।
পিয়া দরশনে বিনু অব জিউ নাহি রহে
নিরবধি মঝু মন ঝুর।
গোবিন্দদাস যব আনি মিলায়ব
তবহি মনোরথ পুর।।