শ্যাম-অভিসারে চললি সুন্দরি ধনি
নব নব রঙ্গিণি সাথে।
বাম-শ্রবণ-মূলে শতদল পঙ্কজ
কামজয়-ফুলধনু হাথে।।
ভালহি সিন্দুর ভানু-কিরণ জনু
তহিঁ চারু চন্দন-বিন্দু।
মুখ হেরি লাজসে সায়রে লুকায়ল
দিনে দিনে খীণ ভেল ইন্দু।।
করি-রদ-বিরচিত চারু ভূষণ করে
মদন জিনিয়া ধনি সাজ।
চরণহি নূপুর মুখর মনোহর
রতি-জয়-বাজন বাজ।।
ললিতাদি সখি মিলি মঙ্গল-হুলাহুলি
শ্যাম-দরশ-রস-আশে।
দোঁহে দোঁহা হেরইতে দুহুঁ চিত পুলকিত
বলিহারি গোবিন্দদাসে।।