শ্যামল সুন্দর রূপ অমিয়া রসের কূপ
হেরি রাধা পড়ল বিভোর।
সম্বিত হইয়া বোলে নিজ চিত্ত কুতূহলে
সাধু প্রাণ রহি গেল মোর।।
শিখণ্ড শিখর কৃষ্ণ রাধারূপে সতৃষ্ণ
উলটি ফিরাইতে নারে আঁখি।
মধুর মধুর প্রীত কিবা হই উপনীত
সেই সে পিরিতি তার সাখি।।
হেনই সময়ে আসি জটিলা কর্কশভাষী
বধূ লইয়া চলিলেন সাথ।
রাই ছলে ফিরি ফিরি সো মুখ নিরখই
ভালহি দেয়ল হাত।।
দরশনে না পূরল কাম।
যো মুখ দরশনে নিমিখ ঘন নিন্দই
তাহে কি সহয়ে ঘাটি যাম।।
গুরুজনে ছল করি কণ্ঠমণি মালা ছিঁড়ি
বিচিনই অন্তর-তিয়াস।
একদিঠি গুরুজনে আর দিঠি শ্যামপানে
কি কহব গোবিন্দদাস।।