শ্যামর সকল কলারসমীম।
গোরি নাগরি কত গুণহিঁ গরীম।।
দুহুঁ বনি বেশ বয়স একছান্দ।
রাজিত কঞ্জ মঞ্জু মুখচাঁদ।।
বিলসই রাসে রসিকবর নাহ।
নয়নে নয়নে কত রসনিরবাহ।।
দুহুঁ বৈদগধি দুহুঁ হিয়ে হিয়ে লাগ।
দুহুঁকে মরমে পৈঠে দুহুঁক সোহাগ।।
দুহুঁক পরশরসে দুহুঁ ভেল ভোর।
বোলইতে বয়নে উগয়ে নাহি বোল।।
পূরল দুহুঁক মনোরথসিন্ধু।
উছলিত ভেল তহিঁ স্বেদ উদবিন্দু।।
দুহুঁক পরশরসে দুহুঁ উমতায়।
জ্ঞানদাস কহ মদন সহায়।।