শ্যামর অঙ্গে অনঙ্গ তরঙ্গিম
ললিত-ত্রিভঙ্গিম-ধারী।
ভাঙ-বিভঙ্গিম রঙ্গিম চাহনি
বঙ্গিম ভঙ্গি নেহারি।।
রসবতি সঙ্গে রসিকবর রায়।
অপরূপ রাস-বিলাস কলারসে
কত মনমথ মূরছায়।।
কুসুমিত কেলি- কদম্ব-কদম্বক
সুরচিত শীতল ছায়।
বান্ধুলিবন্ধু মধুর অধরে ধরি
মোহন মুরলি বাজায়।।
কামিনি-কোটি- নয়ন-নিল-উতপল-
পরিপূজিত মুখ-চন্দ।
গোবিন্দদাস কহ ও পুনি রূপ নহ
জগ-মানস-শশ-ফন্দ।।