শ্যামনাম যব যে মোরে শুনায়ব
না হেরব তাকর মুখ।
কালিয় বরণ কবহুঁ নহি পেখব
তবহুঁ মিটব মোর দুখ।।
সজনী ঐছন মরম-বিচার।
তাকর সরূপ বিরূপ করি রাখহ
যৈছে না হোয়ে বিকার।।ধ্রু।।
কঞ্জ বিম্বফল নব কিসলয় দল
বান্ধুলি করু দূরদেশ।
কর পদ অধর যেসব সম তাকর
হেরইতে তছু করু শেষ।।
কোকিল ষট্পদ তুহুঁ দূরে ভেজহ
কালিয়বরণ সম তার।
মৃগমদ উতপল সুগন্ধি সুশীতল
পরশ করব নাহি আর।।
ঔর দীগগণ না চলু সমীরণ
আনব তছু তনুগন্ধ।
তেজহ শিখিগণ শির পর ভূষণ
তাহে অতি নাচন মন্দ।।
না করব চন্দন অঙ্গে বিলেপন
চারু তিলক তছু ভালে।
তেজব নীলাম্বর না হেরব অম্বর
দরশই এ মেঘমালে।।
সুখদ শ্রুতিপথ না হব হৃদি-গত
সুমধুর মুরলি সমান।
তরণীরমণ ভণ ঐছে করব পুন
যাবত রহব পরাণ।।