শ্যামধাম কুন্দদাম
চারু চিকুর মোহনি।
বরিহাপঙ্খ ভ্রমরীসঙ্গ
মধুর মধুর শোহনি।।
দেখত লাল উরহি মাল
মন্দ মন্দ আয়নি।
মোহন বংশ নিহিত অংস
মধুর মধুর গায়নি।।ধ্রু।।
মকর গণ্ড তিমির খণ্ড
ভালে তিলক লায়নি।
রমণীকুল আধ-দুকূল
আধমুদিত চাহনি।।
বদন চান্দ কামের ফান্দ
নয়নকি শর ধাওনি।
জ্ঞানদাস পিরীতিআশ
ওরূপ চিতে ভাওনি।।