শ্যামক শয়ন- সমীপে সুধা-মুখি
চলইতে সুমধুর মঞ্জির বাজ।
রাই-মুখ হেরি সমাদরে আগুসরি
করে ধরি মীলল নাগর-রাজ
অপরূপ দুহুঁক বিলাস।
দুহুঁ দোহাঁ-পরশ- সুধা-রস-লালসে
কুসুম শয়নে করু বাস।।ধ্রু।।
নিবিড় আলিঙ্গনে তনু তনু মিলনে
দুহুঁ তনু ভেল অভেদ।
দুহুঁ মীলিত জনু কীলিত স্মর-শরে
মীটল চির-দিন-খেদ।।
দুহুঁ বিম্বাধর দশনে বিখণ্ডিত
মণ্ডিত নখ-পদে অঙ্গ।
গুরুতর-শ্বাস- সমীরণে উথলল
মনসিজ-সিন্ধু-তরঙ্গ।।
চরণে চরণ ঘন ভুজে ভুজ বন্ধন
মনমথ-সমর বিশাল।
কমল কহত জনু তড়িত জড়িত ভেল
অসিত অম্বুধরজাল।।