শ্যামঅভিসারে চলু বিনোদিনী রাধা।
নীল বসনে মুখ ঝাঁপিয়াছে আধা।।
সুকুঞ্চিত কেশে রাই বাঁধিয়া কবরি।
কুন্তলে বকুলমালা গুঞ্জয়ে ভ্রমরি।।
নাসায় বেশর দোলে মারুত হিলোলে।
নবীন কোকিলা জিনি আধ আধ বোলে।।
কত কোটি চাঁদ জিনি বদনের শোভা।
প্রেমবিলাসিনী রাই কানুমনোলোভা।।
ভালে সে সিন্দুরবিন্দু চন্দনের রেখা।
জলদে ঝাঁপল চাঁদ আধ দিছে দেখা।
আবেশে সখীর অঙ্গে অঙ্গ হেলাইয়া।
পদ আধ চলে আর পড়ে মুরছিয়া।।
রবাব খমক বীণা সুমেল করিয়া।
বৃন্দাবনে প্রবেশিলা জয় জয় দিয়া।।
নূপুরের রুণুঝুনু পড়ে গলে সাড়া।
নাগর উঠিয়া বলে রাই আইল পারা।।
বৃন্দাবনে গিয়া রাই চারিদিকে চায়।
মাধবীলতার তলে দেখে শ্যামরায়।।
শ্যামকোরে মিলল রসের মঞ্জরি।
জ্ঞানদাস মাগে রাঙ্গাচরণমাধুরী।।