শ্বেতরক্ত নীলোৎপল আদি পুষ্প যত।
মল্লিকা মালতী যুথি আর পুষ্প কত।।
বনে বনে ফুল তুলি আইলা সহচরি।
কবে অব হার গাঁথি দেহ হে কিশোরি।।
বিনিসুতা বনমালা রাধিকা গাঁথিল।
বিশাখার হস্তে আনি সযতনে দিল।।
আগে গিয়া বনমালা দিহ তার গলে।
মিলিব কুঞ্জেতে নিজ কহিও সঙ্কেত ছলে।।
মালা লইয়া সহচরি করিল পয়ান।
গোবিন্দদাস তুছ পদে গান।।