শৈশবসময় পহুঁ গেলা।
যৌবনসময় অব ভেলা।।
আর নাহি কয়ল উদেশ।
কি কহব কাহিনি বিশেষ।।
সজনী দুরগহ করু অবগাহ।
বিছুরল গোকুলনাহ।।
বাঢ়ল বিরহবেয়াধি।
মনমথ পরম বিবাদী।।
মনমথ একালী পরাণে।
কত চিতে করি অনুমানে।।
দিনে দিনে তনু অবরোধে।
কা দেই করব সম্বাদে।।
জ্ঞানদাস অনুমান।
তনু অব করব পয়ান।।