শেষ-রজনি মাহা শূতল শচি-সুত
ততহিঁ ভাবে ভেল ভোর।
স্বপন জাগর কিয়ে দুহুঁ নাহি সমুঝই
নয়নহি আনন্দ লোর।।
অনুমানে বুঝহ রঙ্গ।
যৈছন গোকুল- নায়ক-কোরহি
নায়রি-শয়ন-বিভঙ্গ।।ধ্রু।।
বাম চরণ ভুজ পুন পুন অগোরাই
যাঁতই দক্ষিণ পাশ।
তৈছন বচন কহত পুন আঁখি মুদি
বচন রসাল সহাস।।
যাকর ভাবহি প্রকট নন্দ-সুত
গৌর-বরণ পরকাশ।
সতত নবদ্বিপে সোই বিথারই
কহ রাধামোহন দাস।।