শেষ রজনি জনি হোত বিহান।
দুহুঁ দোহাঁ মুখ হেরি ঝরয়ে নয়ান।।
কাতর কমল বদনি ধনি গেহা।
চলইতে চরণ অথির ভেল দেহা।।
গলিত ভূষণ বেশ কেশ আউলাইয়া।
সুকুঞ্চিত সপতিত মহী পরশিয়া।।
সভয় গমন ধনি তনি সুকুমারী।
গুরুজন অরুণ সঘন সুনেহারি।।
যায় যায় ফিরি চায় নাগরের মুখ।
বিচ্ছেদে বিষাদ মন বিদরয়ে বুক।।
চলিতে না পারে কুচ নিতম্বের ভরে।
থকিত চকিত গতি আরতি অন্তরে।।
সখি কর ধরি চলু দিঘল নিশ্বাসে।
অঙ্গ ভরে সকাতরে পদের বিন্যাসে।।
নিজ ঘরে পালঙ্ক উপরে সুশয়ন।
প্রিয় সখী সুখে করে পদ সম্বাহন ।।
সভে রঙ্গে সখী সঙ্গে শয়ন আচরে।
সরব-আনন্দ সুখে আপনা পাসরে।।