শেজ বিছাইয়া রহিলুঁ বসিয়া
সুখদ সঙ্কেত-বনে।
কথিত সময় হৈল অসময়
বিলম্ব করল কেনে।।
দূতি যাও যাও তুমি যাও।
খুঁজিয়া তাহারে ধরিয়া আনিবি
যেখানে নাগালি পাও।।ধ্রু।।
এই লহ পাণ করহ পয়ান
বিলম্ব না সহে আর।
দক্ষিণ হইয়া পথ ধর গিয়া
যমুনা-নদীর ধার।।
ভাল ভাল বলি পাণ শিরে তুলি
বিদায় হইল দূতী।
শশি বলে বালা রহিল একলা
বিপিনে আঁধার রাতি।।