শৃঙ্গার রস বুঝিবে কে।
সব রস-রাস শৃঙ্গার এ।।
শৃঙ্গার রসের মরম বুঝে।
মরম বুঝিয়া ধরম যজে।।
রসিক ভকত শৃঙ্গারে মরা।
সকল রসের শৃঙ্গার সারা।।
কিশোর কিশোরী দুইটি জন।
শৃঙ্গার রসের মূরতি হন।।
গুরু বস্তু এবে বলিব কায়।
বিরিঞ্চি ভবাদি সীমা না পায়।।
কিশোরা কিশোরী যাহাকে ভজে।
গুরু বস্তু সেই সদা যজে।।
চণ্ডীদাস কহে না বুঝে কেহ।
যে জন রসিক বুঝয়ে সেহ।।