শুন হে নাগর রায়।
তোমার উচিত এই নহে চিত
এক কথা কহিব কায়।।
তোমার কারণ সব তেয়াগিনু
কুলেতে দিয়াছি ডোর।
অবলা অখলে হেন করিবারে
এ নহে উচিত তোর।।
আমরা স্বপনে আন নাহি জানি
কেবল দুখানি পায়।
এতেক বেদন তোমার কারণ
শুন হে নাগর রায়।।
সকল তেজিনু তবু না পাইনু
হৃদয় কঠিন বড়ি।
হাসিয়া হাসিয়া বঙ্কিমে চাহিয়া
এবে কেন কর ডেরি।।
তুমি প্রাণমণি পরশ বাখানি
ছুঁইলে রতন হয়।
রাঙ্গের সমান ইথে নাহি আন
এমন গতিক নয়।।
বহু রত্ন ধন অমূল্য রতন
যাহার নাহিক মূল।
এ ধন লাগিয়া পাইয়া আমরা
না পাইয়ে কোন কূল।।
চণ্ডীদাস বলে আমি জানে ভালে
কালার পীরিতি লেঠা।
যেমন জানিবে সরোরূহ ফুল
তাহার অঙ্গেতে কাঁটা।।